Khoborerchokh logo

রাজশাহীর মোহনপুরে স্বপ্ন দেখে এক শিক্ষার্থীকে কুপিয়ে যখম করেছে স্বপ্নবাজ জুলকার 153 0

Khoborerchokh logo

রাজশাহীর মোহনপুরে স্বপ্ন দেখে এক শিক্ষার্থীকে কুপিয়ে যখম করেছে স্বপ্নবাজ জুলকার

রনি আহমেদ:
রাজশাহীর মোহনপুরে হত্যার উদ্দোশ্যে এক শিক্ষার্থী ১৩ ফেব্রুয়ারি যার এইচএসসি ফলাফল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
শনিবার ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নোনাভিটা গ্রামে নিজ বাড়িতে প্রতিবেশি আলেবের ছেলে জাহিদ হাসান (২২) কে ডেকে ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে মৃত মোজাম্মেলের ছেলে জুলকার (৩২)। স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করেন।
মোহনপুর থানার পুলিশ ও ঘাতকের বড় বোন খালেদা (৫২) সূত্রে জানা যায়, জুলকার নাকি তার স্বপ্নে দেখেছে যে, তার মৃত বাবা বলছে জাহিদসহ চারজনকে হত্যা করলে তার সকল বাঁধা দূর হবে এবং জীবনে উন্নতি করতে পারবে। এ জন্য সে ইতিপূর্বে চার জনকে বাড়িতে দাওয়াত করে খাইয়িছেন, কিন্তু কাউকে হত্যা করার সাহস পাননি।
এ সকল অদ্ভুদ চিন্তা আর বিভ্রান্ত কথায় অতিষ্ঠ হয়ে তার স্ত্রী বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে ও গেছেন। ১২ ফেব্রুয়ারি শনিবার সকালে জাহিদ হাসান তার নিজ বাড়ীর ছাদে সরিষা শুকানোর কাজ করছিল, এসময় জুলকার টিভির রিমোট ঠিক করানোর কথা বলে জাহিদকে তার ফাঁকা ঘরে ডেকে এনে হত্যার উদ্দোশ্যে হাসুয়া দিয়ে মাথায় কোপাতে থাকেন। পরে জাহিদের চিৎকারে স্থানীয়রা এসে গুরুত্বর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো, ঘাতক জুলকারকে গ্রেপ্তার জন্য মোহনপুর থানা পুলিশের তিনটি টিম কাজ করছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com